ঢাকা-বরিশাল রুটে শীঘ্রই চালু হচ্ছে লিফটযুক্ত আধুনিক লঞ্চ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ জুন, ২০১৬, ০৪:০৮:২৩ বিকাল



ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে দেশে প্রথমবারের মতো তৈরি হওয়া লিফটযুক্ত অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-১০। লঞ্চটিতে লিফট ছাড়াও পে¬-গ্রাউন্ড, ফুডকোর্ট এরিয়া ও চিকিত্সা সুবিধার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ওয়াইফাই সুবিধাও থাকছে। লঞ্চটি হবে দেশের সর্ববৃহত্ যাত্রীবাহী নৌযানও। তাই দশনার্থীরা লঞ্চটিকে বলছেন ‘বাংলার টাইটানিক’। বিলাসবহুল লঞ্চটি আগামী ২৩ জুন বরিশাল নৌ-বন্দর টার্মিনাল থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে পাড়ি জমাবে। ২৬ জুন ঢাকা সদরঘাটে লঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌ-পরিবহনমন্ত্রী শাজহান। ঈদের আগে যাত্রী পরিবহনে বিলাসবহুল এ লঞ্চটি যুক্ত হওয়ায় এবার ঘরমুখী দক্ষিণের মানুষদের অনেকটা আরামদায়ক ভ্রমণ হবে বলে মনে করছেন যাত্রীরা। প্রায় চারতলা বিশিষ্ট লঞ্চটিতে এটিএম বুথ, স্বাস্থ্যকেন্দ্র, শিশু বিনোদনের জন্য বেবি কর্নার, সেলুন, খাবারের জন্য মানসম্মত হোটেল, কফি ও টি হাউসও রয়েছে। প্রথম শ্রেণির কেবিনগুলো বানানো হয়েছে তিন তারকা হোটেলের আদলে। ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন আসবাবপত্রে সাজানো রয়েছে প্রতিটি কক্ষ। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে ভ্রমণের জন্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে । ৩৩২ ফুট দৈর্ঘ্যের এ নৌযানটির প্রস্থ ৫৫ ফুট। যাত্রীদের জন্য রয়েছে, দুই শতাধিক প্রথম শ্রেণির কক্ষ (কেবিন), ১৫টি ভিআইপি কক্ষ, ৪০টি সোফা বা বিলাস আসন। কেবিনের সাথে যাতায়াতের জন্য রয়েছে সুবিশাল বারান্দা। যাত্রী ধারণক্ষমতা ১ হাজার ৪শ জন। নৌযানটির যাত্রী নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ ছাড়া লঞ্চটিতে প্রায় দুশ টন পণ্য পরিবহনের সুবিধা রয়েছে। হুইল হাউসের (চালকের কক্ষ) রাডার সুকান ‘ইলেকট্রো ম্যাগনেটিক’ ও ম্যানুয়াল দ্বৈত পদ্ধতিতে ব্যবহার করা যাবে। পাশাপাশি জিপিএস পদ্ধতি সংযুক্ত করা হয়েছে। ফলে লঞ্চটি চলাচলরত নৌপথের এক বর্গকিলোমিটারের মধ্যে গভীরতা ছাড়াও অন্য যেকোনো নৌযানের উপস্থিতি চিহ্নিত করতে পারবে। সমুদ্রগামী বড় জাহাজের আদলে নির্মিত সুন্দরবন-১০ একটি পরিপূর্ণ জাহাজ। প্রায় চারতলা বিশিষ্ট লঞ্চটিতে মূলত প্রতিবন্ধী, প্রবীণ যাত্রী ও রোগীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে যুক্ত করা হয়েছে লিফট। তবে যে কোনো যাত্রী চাইলেই এ সুবিধা ভোগ করতে পারবেন।ঈদের আগ মুহূর্তে নৌ পথে যাত্রীদের জন্য এটা অবশ্যই একটা সুখবর বটে।

বিষয়: বিবিধ

১০৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372774
২১ জুন ২০১৬ রাত ১০:১৮
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ এটা ভালো খবর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File