প্রয়োজন সঠিক সচেতনতা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ জুন, ২০১৬, ০৩:১৪:০০ দুপুর
সারাদেশে একের পর এক ঘটে চলেছে গুপ্ত হত্যাসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। যদিও দেশব্যাপী সাঁড়াশি অভিযান চলছে, চলছে গ্রেফতার। কিন্তু কোনভাবেই যেন এ হত্যাকা-গুলো আটকানো সহজ হচ্ছে না। জঙ্গীদের এমন ‘টার্গেট কিলিং’ মিশন পুরো জাতি ভয়াবহভাবে আতঙ্কগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। জঙ্গীরা এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।হত্যাকা- বা গুপ্তহত্যার আলামত অনুসরণ করলে বোঝা যায়, এই হত্যাগুলো ঘটানো হচ্ছে পূর্বপরিকল্পনা অনুসারেই। এ পর্যন্ত সারাদেশে ৪৮টি হামলার ঘটনা ঘটেছে। এতে খুন হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি। এদের মধ্যে শিক্ষক, লেখক, ব্লগার, প্রকাশক, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক, বিদেশী নাগরিক, দর্জি, মুদির দোকানদার এবং রয়েছেন পুলিশ পরিবারের সদস্য। নিহতদের মধ্যে অনেকেই হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী।এসব টার্গেট কিলিংয়ের ঘটনাগুলো গোয়েন্দা সংস্থা পর্যালোচনা করছে। তাতে নিশ্চিত হয়েছে যে, চলতি বছরজুড়ে সংগঠনগুলোর এসব অপারেশন অব্যাহত থাকবে। তবে জঙ্গী নির্মূলে ইতোমধ্যে শুরু হয়েছে কম্বিং অপারেশন বা সাঁড়াশি অভিযান। প্রয়োজনে বিকল্প হিসেবে যৌথবাহিনী দিয়ে অভিযান চালানো হবে বলে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই টার্গেট কিলিং থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে পুরো জাতির এখন একটাই দাবি- স্থায়ী ও সুষ্ঠু প্রতিরোধ ও নিশ্চিত সুনিরাপত্তা ব্যবস্থা। সরকারের পাশাপাশি এসব গুপ্ত হত্যাকে প্রতিহত করতে প্রয়োজন সঠিক সচেতনতা।
বিষয়: বিবিধ
৮১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন