নেতৃত্বে প্রশংসার দাবিদার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ জুন, ২০১৬, ০৫:৫২:১৩ বিকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই বৈশ্বিক প্রতিকূলতার মধ্যে আর্থ-সামাজিক খাতে বৈপ্লবিক উন্নতি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আগামীর পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট খেলায় বাংলাদেশের টাইগাররা আজ বিশ্বের সব বাঘা বাঘা টিমের কাছে আতঙ্কের নাম। দেশ তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। যা বিশ্বের কাছে একটি চমকপ্রদক উদাহরণ। বাংলাদেশের শিল্প কারখানা, রাস্তাঘাঁট, অফিস আদালত, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ও কমিউনিকেশন ইত্যাদি ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন সত্যি প্রশংসার দাবিদার। সরকার দেশটিকে নানাভাবে সামনের দিকে নিয়ে যেতে সকল প্রকার প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে। অর্থনৈতিক বিকাশ, দারিদ্র্যমোচন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বিরাট বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই চলেছে বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের একটি বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের কাছে সমাদৃত। এভাবে সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ দিনে দিনে উন্নতির দিকে এগুচ্ছে।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো ভাই নাচি না
শেখ মুজিবের পরে এখন
নেত্রী আমার হাসিনা''
''যখন তোমার হাতে দেশ
পথ হারাবে না বাংলাদেশ''
মন্তব্য করতে লগইন করুন