নতুন মাত্রা যোগ হচ্ছে বাংলাদেশ-সৌদি সম্পর্কে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ জুন, ২০১৬, ০৩:২৫:২২ দুপুর



বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। আর সে লক্ষেই সরকার কাজ করে যাচ্ছে। রূপকল্প ২০২১ এ মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস ও গণতান্ত্রিক ও শান্তিকামী দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এবং আন্তর্জাতিক পরিমন্ডলে "সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়'-এই মূলনীতি অনুসরণ করে। বিশ্বপরিমন্ডলে একটি প্রগতিশীল, ধর্ম নিরপেক্ষ, কার্যকর ও অবদানক্ষম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং উদ্যোগ ইতিবাচক ভাবমূর্তি তৈরী করেছে। প্রতিবেশী দেশসমূহসহ বিশ্বের সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সদ্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সৌদিআরব সফরে বাংলাদেশ এবং সৌদিআরবের সম্পর্ককে আরও উন্নয়নমুখী এবং গতির সঞ্চার করেছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের সরকারি সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সৌদি আরব। বিশ্বে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, ঐক্য ও মুসলিম উম্মার কল্যাণে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, শ্রমিক আমদানি, বিশ্ব শান্তি, ঐক্য, উন্নয়ন, বিশ্ব সন্ত্রাসবাদের মোকাবেলা, ইসলামের প্রচার ও প্রসারসহ বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয়। এ ছাড়াও পলিটিক্যাল, স্ট্যাট্রিক, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শুধু অদক্ষ নয়, দক্ষ শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রফেশনালদের নেওয়ার বিষয়েও আলোচনা হয় যা দুই দেশের যোগাযোগ বাড়ানোর অঙ্গীকার।

বিষয়: বিবিধ

৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File