বাংলাদেশী আধিপত্য এবং আমাদের গর্ব
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ মে, ২০১৬, ০৩:৩৫:৪১ দুপুর
গ্রুপপর্বের লড়াই শেষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ চারে উঠে গেছে গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সানারাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এই চার দল থেকেই একটি দল জয় করবে এবারের শিরোপা। তবে ভারতের মাটিতে হওয়া আসরে এসব ছাপিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশের নাম। কারণ মাত্র দু'জন বাংলাদেশী খেলোয়াড় এবার সুযোগ পেয়েছেন- সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। উভয়ের দলই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। দলের এই অবস্থানে পৌঁছাতে সাকিব এবং মুস্তাফিজ দু'জনেই বড় ভূমিকা রেখেছেন। বিশেষ করে মুস্তাফিজ। প্রথমবার ডাক পেয়েই সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। দলে তার গুরুত্ব এমনই, একটি ম্যাচেও তাকে বাইরে রাখতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। অল্প বয়সে টানা ম্যাচের ধকলে শেষদিকে কিছুটা ছন্দ হারালেও শুরুতে এই কাটার মাস্টার ছিল এক কথায় অপ্রতিরোধ্য। তার বাম হাতের ক্যারিশমা বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদেরও নাকানি-চুবানি খাইয়েছে। মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে কলকাতা। অন্যদিকে আগে থেকেই শেষ চারে থাকা হায়দরাবাদ কলকাতার সঙ্গে হেরে তৃতীয়স্থানে নেমে এসেছে। আইপিএলের শেষ চারের সমীকরণ অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে শীর্ষ দুদল গুজরাট ও ব্যাঙ্গালুরু। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলের সামনেও থাকবে ফাইনালের সুযোগ। এবারের আইপিএল ঘিরে বাংলাদেশী দর্শকদের আকর্ষণ একটু বেশিই। কারণ শেষ চারে ওঠা দুই দল হায়দরাবাদ ও কলকাতা- দু'দলেরই সেরা তারকা বাংলাদেশী। আইপিএলের এবারের আসরে শেষ চারে দলকে নিয়ে যেতে বাংলাদেশী দুই ক্রিকেটারের বেশ অবদানও কম না। তবে আলোচনায় সাকিবের চেয়েও এগিয়ে মুস্তাফিজ। সবকিছু মিলিয়ে মুস্তাফিজ এবং সাকিব বয়ে এনেছে আমাদের গৌরব ও অহংকার ।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন