ভিসা ছাড়াও মিলবে বৈদেশিক মুদ্রা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ মে, ২০১৬, ০৩:৪১:৩২ দুপুর
ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরা এখন ব্যাংক থেকে ভিসা ছাড়াই বৈদেশিক মুদ্রা পাবেন। সার্কভুক্ত দেশ ও মিয়ানমার ভ্রমণের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার ব্যয় করা যায়। এ ছাড়া অন্য দেশগুলোর জন্য বছরে সর্বোচ্চ ৭ হাজার ডলার ব্যয় করা যায়। অর্থাৎ সব মিলিয়ে একজন ব্যক্তির ১২ হাজার ডলার খরচের সুযোগ রয়েছে। চিকিৎসা বাবদ বছরে অনুমোদন ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত খরচের সুযোগ রয়েছে।বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এর মধ্যে ২০টি দেশে অবতরণের পর ভিসা দেয় ও ১৬টি দেশে ভিসা ছাড়াই ঢুকতে দেয়। অর্থাৎ এসব দেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিরা এখন ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা পাবেন। আগে এসব দেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত ইন্ডোর্স করতে পারত। এখন থেকে এসব দেশ ভ্রমণেও গ্রাহককে সীমার মধ্যে খরচ করতে হবে। বর্তমানে কিছু দেশে অবতরণের পর ভিসা প্রদান করা হয়। এ ধরনের দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা ছাড়াই সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের জন্য প্রযোজ্য অব্যবহৃত বার্ষিক ভ্রমণ কোটার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। অবতরণের পর ভিসা পাওয়া যায় এমন দেশ ভ্রমণের উদ্দেশ্যে গ্রাহক ব্যাংকের কাছে তথ্য জমা দিলে ব্যাংক বৈদেশিক মুদ্রা দেবে। দাপ্তরিক প্রয়োজনে বিদেশ সফরে প্রাপ্য সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রাপ্য বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।এতে করে ভ্রমণ পিপাসু লোকদের বিভিন্ন দেশে ভ্রমন আরও সহজ ও নিরাপদ হচ্ছে।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন