ফের সক্রিয় একটি মহল
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ মে, ২০১৬, ০৩:৩৯:১৬ দুপুর
আমাদের বিবেক কোথায় গিয়ে দাড়িয়েছে। তনু হত্যা নিয়ে কতই না সত্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ছবি ও অনেক লেখালেখি হয়েছে। প্রথম যে ছবিটি প্রকাশিত হয়েছিল সেটা তনুর নয়। আর যে তথ্য দিয়ে খবর প্রকাশ করা হয়েছিল তাও সত্য নয়। এখন আবার নতুন তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু কেন? এতে লাভ কোন পক্ষের? তনুর মা এত দিন পর একি শোনালেন? তিনি অভিযোগ করেছেন দুই সেনা সদস্য তনুকে হত্যা করেছে। হত্যার কারণ হিসাবে কোন একটি অনুষ্ঠানে গান না গাওয়া। এটাও কি সম্ভব? দেশে কি শিল্পীর এতই আকাল পরেছে? সে কত বড় মাপের শিল্পী ছিলেন যে তাকে ছাড়া ঐ অনুষ্ঠান চলবে না? সব চেয়ে বড় কথা যে মেয়েটিকে খুন করা হয়েছে। তদন্ত চলছে, সব সত্য ঘটনা বের হয়ে আসবেই। খুনিদের শাস্তি হোক। যাতে আর কোন তনুকে এভাবে জীবন দিতে না হয়। শুধু মাঠ গরম করার জন্য মিথ্যা বানোয়াট তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে নিজের খেয়াল খুশি মত মতামত দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করা। এতে আসল অপরাধী পার পাওয়ার সম্ভাবনা থাকে।
বিষয়: বিবিধ
৮২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন