শুরু হচ্ছে খুলনা-মংলা রেললাইন প্রকল্পের কাজ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ মে, ২০১৬, ০৪:১৫:২২ বিকাল



দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা-মংলা রেললাইন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের খান জাহান আলী (রূপসা) সেতুর অদূরে রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রকল্প এলাকায় চলছে সয়েল টেস্টের কাজ। অপরদিকে ভূমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় এখন পর্যন্ত শুরু হয়নি রেললাইন নির্মাণের কাজ। তবে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর শিগগিরই জমি অধিগ্রহণ শুরু করা হবে। নগরীর লবণচরার মাথাভাঙা এলাকায় খুলনা-মংলা রেলসেতু নির্মাণের জন্য প্রকল্প এলাকায় বিভিন্ন মেশিনসহ প্রয়োজনীয় মালামাল আনা হয়েছে। বর্তমানে এখানে চলছে সয়েল টেস্টের কাজ। জমি এবং নদীর অভ্যন্তরে উভয় স্থানে কাজ চলছে। ইতোমধ্যে ৮টি স্থানে সয়েল টেস্টের কাজ শেষ করা হয়েছে। আরো ৮টি স্থানে বোরিংয়ের কাজ চলছে। দেড় মাসের মধ্যে সয়েল টেস্টের কাজ শেষ করার কথা রয়েছে। ২০১০ সালের ২১ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন করে। খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে।

বিষয়: বিবিধ

৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File