সত্য সামনে আসছে...
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ এপ্রিল, ২০১৬, ০৪:২৮:০৭ বিকাল
ফেক ছবি দিয়ে তনুকে ধর্ষনের যে পারসেপশন তৈরী করা হয়েছে সেটা থেকে নিজেদের কিছুতেই বের করতে পারছে না ষড়যন্ত্রকারীরা। আপনার নিজের বোন হলে পারতেন এমন ছবি প্রচার করতে? বিবেক কী বলে? তনুকে হত্যা করা হয়েছে তার বিচার চাই। কিন্তু, না জেনে ধর্ষিত হয়েছে বলে তার আরেক দফা ধর্ষন চাই না। এই অপপ্রচার বন্ধ করা খুবই জরুরী। “তনু ধর্ষিত নাও হয়ে থাকতে পারে” পুলিশের এই ধরনের কথায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন! তাদের ভাব দেখে মনে হচ্ছে তনু ধর্ষিত না হলে তার হত্যা অনেকটাই হালকা হয়ে যায়! তাই যে করেই হোক তনু ধর্ষিত হয়েছে এটা প্রমান করতেই হবে! বিদেশী মেয়ের ছবিকে তনু বলে চালিয়ে দিতে আপনাদের রুচিতে বাধে নাই। বাবা ইয়ার আলী যখন প্রথম তনুর লাশটি দেখতে পান তখন তার কাপড় ছিল স্বাভাবিক। মনে হয়েছে কেউ তাকে শুইয়ে রেখেছে। তখন তনুর চোখ ছিল খোলা ও লাল। আর নাক ও মাথার পেছনে ছিল থেতলানো। পাশে পড়ে থাকা উড়না ছিল ভেজা। তাতে কি প্রামানিত হয়? তনুর লাশের আসল ছবি পর্যবেক্ষন করে দেখা গেছে মৃত্যুর সময় তার পরনে ছিল প্লাজো টাইপ পায়জামা এবং একটি ফতুয়া। তার জামার কোথাও কোন ছেঁড়া কিংবা ধস্তাধস্তির আলামত পাওয়া যায়নি। তবে সুরতহাল প্রতিবেদনে কানের কাছে, নাকে এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিশেষে ষড়যন্ত্রকারীদের নিকট প্রশ্ন কি বলবেন এবার?
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনার সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের কোনো মিল নেই
সরকার হয়তো বলবে তনু নামের কেউ ছিল না
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
মন্তব্য করতে লগইন করুন