বায়োমেট্রিক সিম নিবন্ধনে গ্রাহকের ভিড়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ এপ্রিল, ২০১৬, ০৪:৪১:৫২ বিকাল
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে। এরই মধ্যে অপারেটররা জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক পদ্দতিতে সিম নিবন্ধনের কাজ শেষ হচ্ছে। অপারেটররা সিম পুনঃনিবন্ধন একেবারে ফ্রি সেবায় পাচ্ছে বিধায় গ্রাহকরা প্রতিটি কাস্টমার কিয়ারে ভিড় করছে। এক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়। ওই প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করে দেখা যায়, সঠিকভাবে নিবন্ধন হয়েছে। দেশে মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া পাঁচ কোটির বেশি গ্রাহক। এদিকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম যাচাই করতে মোবাইল ফোন কোম্পানির কাছে আঙুলের ছাপ দেয়াকে নিরাপদ হিসেবে উল্লেখ করেছে গ্রাহকরা। মোবাইল অপারেটরেরা নির্দিষ্ট কাস্টমার কেয়ারে জাতীয় পরিচয়পত্র ছাড়া ড্রাইভিং লাইসেন্স, জন্মসনদ, পাসপোর্টের মতো অনুমোদিত পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে পারবেন। আজ যিনি নতুন সিম কিনবেন, তাকেও এ পদ্ধতি অনুসরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবার যে গ্রাহক আগেই সিম কিনেছেন, সেটি যদি ঠিকভাবে নিবন্ধিত হয়ে না থাকেলে তার জন্যও এ পদ্ধতি প্রযোজ্য হবে। আর ২০১২ সালের পরে কেনা সিমের জন্য গ্রাহকেরা নিজেরাই নিবন্ধনের সঠিকতা অনলাইনে যাচাই করতে পারছেন। ১৮ বছরের নিচের বয়সীদের তাদের অভিভাবকের (মা-বাবা) নামে সিম নিবন্ধন করতে হবে। একেবারে ফ্রি সেবায় তাই এখন গ্রাহকরা ভিড় জমাচ্ছে।
বিষয়: বিবিধ
৮০০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন