ষড়যন্ত্র! ষড়যন্ত্র! আর ষড়যন্ত্র!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ এপ্রিল, ২০১৬, ০৯:৫৪:০৫ সকাল
আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক। আমাদের আস্থার প্রতীক। যখনই শুনি কোন উড়াল সড়ক বানানো হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তাহলে মনে স্বস্তি পাই। এই কাজটা সময়মত ঠিকঠাক হবে। তেমনি কোন রাস্তাঘাট কিংবা ব্রিজ যেখানেই সেনাবাহিনীর সংশ্লিষ্টতা থাকে আমরা ভরসা পাই। কারণ এই আস্থাটা তারা অর্জন করেছে। সে কারণেই যে কোন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী রাস্তায় থাকলে আমরা নির্ভয়ে থাকি। দেশের যেকোনো দুর্যোগে দেশ ও জনগণের পাশে আমরা তাদের পাই সবার আগে। আমরা নিশ্চয়ই রানা প্লাজা ধ্বসের কথা ভুলে যায়নি। সেখানে দুর্গতদের উদ্ধারে তাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। সেনাবাহিনীর মতোই সেনানিবাসের কথা উঠলেই মনের মধ্যে ভেসে ওঠে শৃঙ্খলাবদ্ধ, সুরক্ষিত নিরাপদ একটা জায়গার ছবি। যেখানে সবকিছুই চলে সুশৃঙ্খলভাবে। যে অঞ্চল থাকে সি সি কামেরা দ্বারা সুনিয়ন্ত্রিত। এখন এরকমই এক সেনানিবাসের মধ্যে এক অমানবিক, হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। তনু হত্যার পর থেকে নানানরকম যুক্তি দেখিয়ে সেনাবাহিনীকে দোষারোপ চলছে। কিছু ঠুনকো যুক্তিতে সেনাবাহিনীকে দোষারোপ করাকে আমি কখনোই যুক্তিসংগত মনে করিনি। তনুর লাশের প্রথম দফা ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেছে। ময়না তদন্তে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি। আজকে তনুর বাবা মিডিয়াতে তার মেয়ে ধর্ষিত হয়নি বলে জানিয়েছেন। আসলে আমাদের সেনাবাহিনীর উপর জনগনের আস্থার জায়গাটা নষ্ট করতেই এই ষড়যন্ত্র।
বিষয়: বিবিধ
৭৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার পরিবর্তনটা আমাকে চিন্তান্বিত করেছে-
এদিকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি!
পরবর্তী পোস্টমর্টেম রিপোর্টা "আত্মহত্যা" বলা হতেও পারে!
ইতিমধ্যে কারো সাথে বিশেষ সম্পর্কের কাহিনীও প্রচার হচ্ছে!!
না জানি এর পরের দৃশ্যে কী দেখতে হবে!!!
মন্তব্য করতে লগইন করুন