বৃষ্টির মাঝে তনুর দ্বিতীয় দাফন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ মার্চ, ২০১৬, ০৬:৩৫:০৭ সন্ধ্যা
গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়। প্রথম দাফনের ১০ দিন পর বুধবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের কবরস্থান থেকে তনুর লাশ উত্তোলন করা হয়। ২৮মার্চ মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্ত করতে তনুর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দেন কুমিল্লার একটি আদালত। বুধবার রাত সোয়া ৮টায় ফের দাফন করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ। কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। লাশ দাফনের সময় হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টির মাঝে অশ্রু সজল নয়নে শেষ ঠিকানায় স্বজনরা তনুকে রেখে আসে।
বিষয়: বিবিধ
৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন