আন্তর্জাতিক মানের অপেরা হাউস তৈরির সিদ্ধান্ত হাতিরঝিলে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ মার্চ, ২০১৬, ০৫:০৩:৪৩ বিকাল
রাজধানীর হাতিরঝিলে একটি অপেরা হাউস তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো ভালমানের মিলনায়তন বা অপেরা হাউস নেই। হাতিরঝিলে আন্তর্জাতিক মানের একটি অপরো হাউস নির্মাণ করা হবে। সেখানে দেশী-বিদেশী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। হাতিরঝিলে একটি দ্বীপ তৈরি করা হচ্ছে, যেখানে ‘ঢাকা আই’ নির্মাণ করা হবে। লন্ডনের টেমস নদীর তীরে নির্মিত ‘লন্ডন আই’ নামের ‘অবজারভেশন হুইলের’ আদলে ‘ঢাকা আই’ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। হাতিরঝিলে ভাসমান এমপি থিয়েটার নির্মাণ কাজ শীঘ্রই শেষ করা হবে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচী করা যাবে। এমপি থিয়েটারের কাছেই ১০তলা অত্যাধুনিক গাড়ি পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে। এ ভবনে গাড়ি পার্কিং সুবিধা ছাড়াও একটি সম্মেলন কক্ষ, হাতিরঝিলের ইতিহাস সংক্রান্ত জাদুঘর, রেস্টুরেন্ট ও অন্যান্য সুবিধা থাকবে।
বিষয়: বিবিধ
৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন