৮০ হাজার পানির উৎস স্থাপনের উদ্যোগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ মার্চ, ২০১৬, ০৪:৫০:৩৫ বিকাল
বর্তমান সরকারের আমলে, বিগত ৫ বছরে ১ লাখ সাড়ে ২২ হাজার আর্সেনিক মুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ হাজার নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী ২০২০ সালের মধ্যে ৮০ হাজার পানির উৎস স্থাপন হবে বলে সকল কার্যক্রম করা হচ্ছে।দেশের উন্নয়নের জন্য উৎপাদন, উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে পানির কোন বিকল্প নেই। তাই জীবন ও জীবিকার জন্য নিরাপদ পানি অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার সুপেয় পানি নিশ্চিত করতে পদ্মা যশলদিয়া শোধণাগার প্রকল্প, গন্ধবপুর পানি শোধণাগার প্রকল্পসহ সমগ্র দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ঘোষিত ‘ভিশন ২০২১’ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে সকল প্রকার কার্যক্রম সরকার করে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৮৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন