ক্রিকেট নিয়ে কী করছে আইসিসি !
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ মার্চ, ২০১৬, ০৫:০৪:৫৮ বিকাল
গতকাল খেলা দেখে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ দল একই সাথে বর্ণবাদ এবং ষড়যন্ত্রের শিকার। বিশেষ করে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া খেলার সময় আম্পায়ার কর্তৃক কয়েকটা ক্লিন এলবি না দেয়ায় আমার মনে এই ধারনাটা জেগেছে। এমনকি ঐসব এলবি গুলোর ঠিকমতো রিপ্লে পর্যন্ত দেখানো হয়নি। যাতে আম্পায়ারের সমালোচনা করা যায় অথবা দর্শক বুঝতে পারে যে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে। তাসকিন এবং সানি যে ক্রিকেটীয় ষড়যন্ত্রের শিকার, একথাও নির্দিধায় বলা যায়। বাংলাদেশের ক্রমবর্ধমান রিজার্ভ ঈর্ষনীয় হওয়ায় সেটা লুট করা যেমন একটি মহলের ষড়যন্ত্র, তেমনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের বিমানবন্দর দখল, আই এস জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে নতজানু করার প্রচেষ্টা, ওইসব ধারাবাহিক ঈর্ষা এবং ষড়যন্ত্রেরই অংশ। কিন্তু আমি বলবো আমাদের কোনদিন দাবিয়ে রাখতে পারবে না। যোগ্যতার প্রমাণ দিয়েই আমরা সেরার খাতায় নাম লেখাবো।
বিষয়: আন্তর্জাতিক
৮০২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন