মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জঙ্গি সংগঠন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ মার্চ, ২০১৬, ০৪:৩২:৪৯ বিকাল



বর্তমান বিশ্বে বিশ্বায়নের ফলে বাণিজ্য বাড়ছে। একইভাবে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বাড়ছে ও বিচ্ছিন্নতাবাদও বাড়ছে। জঙ্গি সংগঠন আইএস এর সমর্থক সংগঠন বাংলাদেশে জামায়াতে ইসলাম। দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি গোষ্ঠি চক্রান্ত করে যাচ্ছে। যেখানে যুদ্ধাপরাধীরা তাদেরই অংশ। ৯৬ তে হয় নাই, ২০০৮ এ এতো বড় বিজয় নিয়ে আসার পরেও এটা করতে গিয়ে যে তান্ডব আমাদেরকে প্রত্যক্ষ করতে হচ্ছে, আমাদেরকে দগ্ধ হয়ে ধ্বংসলীলা দেখে সহ্য করতে হচ্ছে। এই ব্যাপার নিয়ে আতঙ্কিত হওয়ার অনেক জায়গা রয়েছে। কারণ তারা এখন একটা খারাপ অবস্থানে আছে। এ ধরণের পরিস্থিতি তৈরিকারীরা কোনভাবে শক্তিশালী নয়। তারা প্রকৃতপক্ষে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমি মনে করি এই হুমকি নিয়ে চিন্তা না করে স্বাভাবিক কাজ করতে হবে। আর প্রত্যেককে জঙ্গি দমনে সচেষ্ট থাকতে হবে যার যার অবস্থান থেকে।

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363035
২০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০৭
চেতনাবিলাস লিখেছেন : এই ভালো মানুষদের কথিত যুদ্ধাপরাধী বানিয়ে বিচারের নামে যে জুডিশিয়াল কিলিং মিশন পরিচালনা করা হচ্ছে তাতে এই জুডিশিয়াল কিলিং সমর্থকদের আতঙ্কিত হওয়ার ই কথা। তারা নিজেরাও জানে তারা এক মারাত্মক অন্যায় খেলায় মেতেছে। ইনশাআল্লাহ এইদেশে এই অমানিশার একদিন অবসান হবে। তখন এই জুডিশিয়াল কিলিং এর সাপোর্টার রা মুখ লুকানোর জায়গা ও পাবেনা |
363047
২০ মার্চ ২০১৬ রাত ০৮:১৮
তায়িফ লিখেছেন : মুক্তিযুদ্ধের জন্য একসময় র্গব করতাম। এখন ঘৃনা কর। এই ৭১ ই আমাদের ধংস করে দিল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File