দায়বদ্ধতার অনন্য নজির
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ মার্চ, ২০১৬, ০৪:০৩:৪০ বিকাল
সম্প্রতি ফাঁস হওয়া হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরি নিয়ে দেশের মানুষের জানার কৌতহলের শেষ নেই। সামাজিক মাধ্যম থেকে শুরু করে দেশী-বিদেশী মিডিয়ার অন্যতম আলোচনার বিষয় এখন বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরি। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলের সমালোচনায় পড়েন আতিউর রহমান। প্রায় সাত বছর ধরে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের দায়িত্ব পালন করেন ড. আতিউর রহমান। গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাংখিত কারণে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের পদ থেকে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের গবর্নর পদ থেকে ড. আতিউর রহমানের এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎসাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের মানুষ আশা করে ডঃ আতিউরের পদত্যাগই যেন সব সমাধান না হয় দেশের মানুষ চায় এ ঘটনার সাথে সম্পৃক্ত সকলকেই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক। তবেই এ রকম ঘৃন্য কাজ করতে ভাবাবে বহুবার। হয়তো একটি দৃষ্টান্তমুলক শাস্তি বাচিয়ে দিতে পারে অসংখ্য শাস্তি থেকে, নিরাপদ করবে সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকে।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন