শিক্ষার্থীদের জন্য নতুন চমক
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৫ মার্চ, ২০১৬, ০৭:৩২:৫৮ সন্ধ্যা
শিক্ষার্থীদের ইশকুল, কলেজে নিরাপদে ও দ্রত যাতায়াত নিচ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ কমানোর জন্য সমাজের বিত্তবান শ্রেণি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে অনুদান হিসেবে বাস দেওয়া হয়েছে। এতে করে একদিকে যেমন শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধান হবে তেমনি রাস্তার যানজটও কমে আসবে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীরা যাতায়াতের জন্য বাসের ব্যবহার বাড়ালে ব্যক্তিগত যানবাহন ব্যবহারের পরিমাণ অনেকাংশেই হ্রাস পাবে। নিটল নিলয় গ্রুপ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ স্কুল ও কলেজ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আবদুর রউফ স্কুল ও কলেজ কর্তৃপক্ষের কাছে সাতটি নতুন বাসের চাবি হস্তান্তর করেছে। এর চারটি বাস বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ স্কুল ও কলেজকে এবং তিনটি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আবদুর রউফ স্কুল ও কলেজকে দেওয়া হয়। ইতিমধ্যে আরও পর্যাপ্ত পরিমান বাস আমদানি করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৭০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন