সন্ত্রাসীরা কোনও দলের সদস্য কি?

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০২:২৭ দুপুর



সন্ত্রাসীরা ভাল কোন দলের সদস্য হতে পারে না। আর ভাল কোন পরিবারের সদস্যও নয় তাঁরা। সমাজ থেকে বিছিন্ন একটি দুষ্টু চক্র মাত্র। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতের যে কোনও সময়ের তুলনায় দেশের আইন-শ্খৃংলা পরিস্থিতি যথেষ্ট ভাল। সন্ত্রাসীর কোনও দল নেই। বর্তমান সরকারের মেয়াদকালে পুলিশ প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে বলেই আইন-শ্খৃংলা পরিস্থিতি যে কোনও সময়ের তুলনায় যথেষ্ট ভাল এবং দেশে সকলের মত প্রকাশের স্বাধীনতা বিরাজমান। পুলিশ কোন অপরাধমূলক কর্মকান্ডে জরিত হলে তাদের ছাড় দেওয়া হচ্ছে না। যেই হোক বিচারের কাঠগড়ায় তোলা হচ্ছে। বর্তমান সরকারের যুগোপযোগী ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359949
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৯
আফরা লিখেছেন : আপনি যাদের গুন গান গেয়ে প্রতিদিন একের পর একপোষ্ট দেন তারা সবাই সন্ত্রাসী ।
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৭
298342
হতভাগা লিখেছেন : উনি শুধুই লিখে যান , কমেন্ট বা কাউন্টার কমেন্ট করেন না সাধারনত ।
১৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০০
298349
আফরা লিখেছেন : জী হতভাগা ভাইয়া , আমি উনার কয়েকটা পোষ্টে কমেন্ট করেছি উনি কোন জবাব দেননি ।
359955
১৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৯
হতভাগা লিখেছেন : সন্ত্রাসীরা বিএনপি-জামায়াতের সদস্য , আওয়ামী লীগে একজনও সন্ত্রাসী নেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File