সোডিয়াম বাতির পরিবর্তে এলইডি বাতিতে সনাক্ত হবে অপরাধী
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩৫:৩৭ দুপুর
ঢাকার দুই সিটি কর্পোরেশনের সড়ক বাতিতে পরিবর্তন আনা হচ্ছে। সোডিয়াম বাতির স্থলে এখন স্থাপন করা হচ্ছে সাদা আলোর এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি। পরীক্ষামূলকভাবে রাজধানীর কাওরানবাজার সার্ক ফোয়ারা মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়কদ্বীপে এলইডি বাতি চালু করা হয়েছে। ধীরে ধীরে ঢাকার সব রাস্তা আলোকিত হবে সাদা আলোর এলইডি বাতিতে। বর্তমানে ঢাকার সড়কে সোডিয়াম বাতি বিদ্যমান। সড়কে সোডিয়াম বাতির আলোতে ভিডিও ফুটেজ অস্পষ্ট আসে। রাস্তায় কর্তব্যরত পুলিশও দূরের অপরাধীকে ভালভাবে দেখতে পারেন না। সে সমস্যা নিরুপনে সোডিয়াম বাতির পরিবর্তে সাদা আলোর বাতি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। চলতি বছরের মধ্যে তার সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার সড়ক বাতি পরিবর্তন করে সাদা আলোর এলইডি বাতি স্থাপন করা হবে। এই বাতি চালু করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে অনেক সুবিধা হবে।
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন