কুয়াকাটায় যাতায়াতের দুর্ভোগ লাঘবে নির্মিত হলো তিনটি সেতু
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩৬:৪৯ দুপুর
[img]http://www.firstbd.net/blog/bloggeruploadedimage/seatt41/1455356173.png[/img
অবশেষে কুয়াকাটাগামী পর্যটক-দর্শনার্থীর অবর্ণনীয় দুর্ভোগ দ্রুত লাঘব হতে যাচ্ছে। উপজেলা সদর থেকে কুয়াকাটা পর্যন্ত মাত্র ২২ কিলোমিটার সড়কে তিনটি ফেরি পার হতে সময় লাগত প্রায় দুই ঘণ্টা। এ দুর্ভোগ লাঘবে তিনটি নদীতে তিনটি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা কবে নাগাদ দুই ঘণ্টার পথ মাত্র কুড়ি মিনিটে পার হয়ে পর্যটক-দর্শনার্থী পৌঁছবে স্বপ্নের কুয়াকাটায়। লক্কড়-ঝক্কড় মার্কা ফেরি পার হতে গিয়ে গত একমাসে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজনের প্রানহানি, জাতির পিতা বঙ্গবন্ধুর শহীদ সন্তানদের নামে কলাপাড়া শহরের আন্ধার মানিক নদীর ওপরে শেখ কামাল, হাজীপুরে সোনাতলা নদীর ওপরে শেখ জামাল ও শিববাড়িয়া নদীর ওপরে নির্মিত হয়েছে শেখ রাসেল সেতু। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এ সেতু তিনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরু করেন বৃহত্তর বরিশালে জাতীয় উন্নয়নের অন্যতম এ সেতু তিনটির নির্মাণকাজ। একই সঙ্গে তিনটি নির্মাণ ছিল এ জনপদের মানুষের কাছে অপ্রত্যাশিত, অবাস্তব। কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বাস্তবেই পরিণত হলো। এ কারণে পর্যটক-দর্শনার্থীর কলাপাড়ায় পৌঁছে যেন এখন আর অপেক্ষা করতে হবে না। এবার আকাক্সক্ষা তীব্র হচ্ছে কবে নাগাদ সেতুর ওপর দিয়ে মুহূর্তেই কুয়াকাটায় পৌঁছবেন। যেখানে সন্ধ্যায় দাঁড়িয়ে সূর্যাস্ত এবং সকালে দেখবেন সূর্যোদয়ের মনোলোভা দৃশ্য উপভোগ করবেন।সাগরের জলরাশিতে ডুবে যাওয়া সূর্যাস্তের দৃশ্য।
বিষয়: বিবিধ
৭৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন