বিলুপ্ত ছিটবাসীর জন্য সুখবর

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ জানুয়ারি, ২০১৬, ০৩:১৬:১৮ দুপুর



বর্তমান সরকার সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর উন্নয়নের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চনায় থাকা এ নতুন বাংলাদেশীদের জন্য সুখবর। বিলুপ্ত ছিটমহলে সড়ক, সেতু-কালভার্ট, মসজিদ-মন্দির, কবরস্থান-শ্মশান, হাটবাজার নির্মাণে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১৮০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত বিলুপ্ত ছিটমহলগুলোয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। প্রকল্পের মেয়াদকাল ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৫৯ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিলুপ্ত ছিটমহলবাসীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের সহ সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন করে পরিবহন ব্যয় কমবে। কৃষি ও অকৃষি পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের সুবিধা বাড়বে। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজে গ্রামীণ দরিদ্র জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ প্রকল্পের আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ২১৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়াও ১৫টি মসজিদ ও ০৭টি মন্দির, ০৮টি ঘাট, ১২টি হাটবাজার, ৭৪১ মিটার কালভার্ট ও সেতু, ০৪টি কবরস্থান ও ০৩টি শ্মশান নির্মাণ করা হবে।

বিষয়: বিবিধ

৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File