বাম্পার ফলন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ জানুয়ারি, ২০১৬, ০৭:২২:০৬ সন্ধ্যা
আলু
উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাটে এবারও আলুর বাম্পার ফলন হয়েছে। আলু তোলার ভরা মৌসুম শুরু না হলেও আগাম জাতের আলুতে ইতোমধ্যে বাজার সয়লাব হয়ে উঠেছে। ক্ষেতে আলু ভাল রাখতে প্রতিষেধক হিসেবে ছত্রাকনাশক প্রয়োগ করছেন আলু চাষীরা। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের চারিদিকে শুধু ছত্রাকনাশক প্রয়োগের দৃশ্য। গত বছর আলুর ভাল দাম পেয়ে আশান্বিত হয়ে ওঠেন আলু উৎপাদনে বৃহত্তম জয়পুরহাট জেলার কৃষকরা। অধিক লাভের আশায় এবারও অধিকহারে আলু চাষে ঝাপিয়ে পড়েছেন জেলার আলু চাষীরা। জেলায় এবার আলুর চাষ হয়েছে ৪০ হাজার ৭শ হেক্টর জমিতে। যার মধ্যে ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম জাতের আলু। জেলায় এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৮ লাখ মেট্রিক টন। আলু রোপনের পর মৌসুমের শুরু থেকে আবহাওয়া মোটামুটি ভাল থাকায় এবার বিঘা প্রতি ৪০ থেকে ৪৫ মন ফলন পেয়েছেন কৃষকরা। আর সবই সম্ভব হয়েছে কৃষিতে বর্তমান সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলে। সময়মত সার, বীজ ও বালাই নাশক ঔষধ প্রাপ্তির ফলে এই অভাবনীয় সাফল্য এসেছে বলে কৃষকরা জানান।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন