পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৬:৪৮ দুপুর



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, দ্বিতীয় রানওয়ে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে। এজন্য সরকার একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। প্রকল্পটিতে জাপানের অর্থায়ন নিয়ে জাইকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার। ওই মহা পরিকল্পনায় শাহজালাল বিমানবন্দরটিকে বছরে ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতার জন্য প্ল্যান তৈরি করা হচ্ছে। দেশের এই প্রধান বিমানবন্দরের যাত্রী সংখ্যা প্রতি বছর ৯ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে থাকায় সরকার ২০১৯ সালে নতুন টার্মিনালের প্রয়োজনীয়তা অনুভব করে। সরকারের সদিচ্ছায় অর্থায়ন নিয়ে এখন আর চিন্তার কিছু নেই। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিমানবন্দরের ‘ক্যাপাসিটি’ চারগুণ বাড়বে। বর্তমানে দুই টার্মিনালে আটটি বোর্ডিং ব্রিজ রয়েছে, তৃতীয় টার্মিনাল হলে এর সংখ্যা হবে ৩২টি। পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন হিসেবে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্বের সঙ্গে যোগাযোগ জোরদারে এসব বিমান বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সিলেট ওসমানি এবং চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করেছে। তাছাড়া কক্সবাজার, সৈয়দপুর ও ঈশ্বরদী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করে সরকার পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন দৃঢ় করেছে।

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355723
৩০ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই তৃতীয় টার্মিনাল, দ্বিতীয় রানওয়ে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে ভাল কথা... কিন্তু যাত্রীদের হয়রানি, ঘুষ পন্য তল্লাসির নামে বাড়তি কিছু আদার করার জন্য হেনস্থা এগুলো কবে বন্ধ হবে? ইদানীং দেখতেছি প্রবাসীরা তাদের ছামান ও ঠিকমত পাচ্ছেনা..!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File