রপ্তানীতে বিশ্বে দ্বিতীয় ও এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:১০:৫৬ দুপুর



যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ এখন পুঁজিপতিদের স্বর্গরাজ্য। বিশ্ব রপ্তানি বাণিজ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে দেশটি। বাণিজ্য উদারীকরণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে। বাংলাদেশের পর অন্য তিনটি দেশ হলো দক্ষিণ কোরিয়া, চিন ও আফ্রিকার দেশ ঘানা। সম্প্রতি গোল্ডম্যান স্যাক্স সম্ভাবনাময় আরও ১১টি দেশের একটি নতুন তালিকা তৈরি করেছে। এ দেশগুলোর অর্থনীতি এগিয়ে আসছে বলে তাদের নাম দেওয়া হয়েছে ‘নেক্সট ইলেভেন’। উদীয়মান ওই ১১টি দেশের অন্যতম বাংলাদেশ। সংস্থাটি জানায়, দেশটির জনসংখ্যার বেশিরভাগই তরুণ। তাদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেওয়া সম্ভব। লন্ডনের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, ২০৫০ সালে বাংলাদেশ প্রবৃদ্ধির বিচারে পশ্চিমা দেশগুলোও ছাড়িয়ে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যে হারে বাড়ছে, এতে ২০২১ সালের মধ্যেই মধ্যমআয়ের দেশে পৌঁছবো আমরা। ২০৩০ সালের মধ্যে এই দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। ২০৫০ সালে উন্নত দেশের কাতারে শামিল হবে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File