পুনরায় চালু হল সৌদি সরকারের বন্ধকৃত ওমরাহ ভিসা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৫:২৬ দুপুর

প্রায় নয় মাস বন্ধ থাকার পর বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা উন্মুক্ত করেছে সৌদি আরব। ইতিমধ্যে সৌদি সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বরাদ্ধ করেছে। সৌদি আরবের ওমরাহ এজেন্সিগুলোর মাধ্যমে বাংলাদেশের নাগরিকেরা ভিসার আবেদন জানাতে পারেন।ওমরাহ হজের নামে মানব পাচারের অভিযোগে সৌদি আরব গত ২২ মার্চ বাংলাদেশের নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করে দেয়। এরপর মানব পাচারে জড়িত থাকার অভিযোগে মন্ত্রণালয় ২৩০টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন বাকি ৭০টি হজ এজেন্সির মাধ্যমে ওমরাহ ভিসার জন্য আবেদন করা যাবে। সাধারণত ওমরাহ পালন করতে গিয়ে ১ শতাংশ দেশে না ফিরলে সেটি সৌদি কর্তৃপক্ষ ক্ষমার চোখে দেখে। গত ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০-৪৫ হাজার নাগরিক ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। ওমরাহ পালন করতে গিয়ে এদের মধ্যে হাজার দেড়েক লোক দেশে ফেরেননি।প্রসঙ্গত, প্রতিবছর রমজান মাসে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি ওমরাহ পালন করতে সৌদি আরব যান। সাধারণত বাংলাদেশের হজ এজেন্সিগুলো সৌদি আরবের এজেন্সির সহায়তায় বাংলাদেশের নাগরিকদের ওমরাহ পালনের ব্যবস্থা করে থাকেন।ওমরা হজের নামে মানব পাচার এটা কোন ভাবেই কাম্য নয়। অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এটা সত্যিই দেশের জন্য মঙ্গলজনক। কতিপয় দুর্নীতিবাজদের জন্য দেশের সুনাম ক্ষতিগ্রস্থ হবে এটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File