অর্জন একজন প্রধানমন্ত্রী হিসেবে, যা গোটা জাতির অহংকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:২৯:২১ দুপুর
বৈশ্বিক ভাবনা, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ওয়াশিংটনভিত্তিক সাময়িকী ফরেন পলিসি প্রতি বছর ৯ ক্যাটাগরিতে ১০০ শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। ৯ ক্যাটাগরির ১টি ডিসিশন মেকার্স ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ১৩ শীর্ষ ব্যক্তি; যার অন্যতম হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে অসাধারণ অবদান এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসি প্রণীত শীর্ষ ডিসিশন মেকার্সের তালিকায় অন্তর্ভুক্ত হলেন। তাছাড়া জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য বরাদ্দ রাখার পুরস্কারস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৯ সালে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কৌশল তৈরি করে। দেশটি সংবিধান সংশোধনীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রতিশ্রুতি দেয় এবং কয়েক লাখ বাড়িতে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে। এছাড়া বর্তমানে দেশটি বার্ষিক বাজেটের ৬ থেকে ৭ শতাংশ জলবায়ু পরিবর্তনে অভিযোজনের জন্য বরাদ্দ রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো অর্জন; জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়নস অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার ও যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সাময়িকীর ডিসিশন মেকার্সের তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের পালকে সর্বশেষ সংযোজন। প্রধানমন্ত্রীর যেকোনো পুরস্কার প্রাপ্তি জাতিকে গর্বিত করে। তিনি যখন যে পুরস্কারই পান, তা-ই উৎসর্গ করেন তরুণদের, নারীদের এবং দেশের জনগণের উদ্দেশে। তিনি যে একজন দূরদৃষ্টিসম্পন্ন নেত্রী তার প্রমাণ তিনি রেখেছেন ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই। পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বের অসংখ্য স্বীকৃতি তিনি পেয়েছেন আন্তর্জাতিক পরিম ন্ডল থেকে।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন