সোনালী আঁশখ্যাত পাটের সুদিন ফিরে আসছে, বদলে যাবে কৃষকের ভাগ্য
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৪:৩৩ দুপুর
গত বছর যেখানে প্রতি মণ কাঁচা পাটের দাম ছিল মানভেদে ১ হাজার ২শ’ টাকা থেকে ১ হাজার ৮শ’ টাকা। সেখানে এ বছর প্রতি মণ কাঁচা পাটের দাম ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার ২শ’ টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি মণ পাটে দাম বেড়েছে ৪শ’ থেকে ৬শ’ টাকা। তারপর পাটের স্বল্পতা। চাহিদা মেটাতে সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতোমধ্যে অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রপ্তানিও বন্ধ করে দিয়েছে। সরকার পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে সারাদেশে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। যে ৬টি পণ্য ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সারের মোড়কে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে তা বাস্তবায়ন করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এ জন্যই বেড়েছে পাটের কদর। পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার পুরোপুরি কার্যকর করা গেলে সোনালী আঁশ পাটের সুদিন আবার ফিরে আসবে। সেইসাথে ফিরবে কৃষকের ভাগ্য। যে পাট কৃষকের গলার ফাঁস হতো সে পাটই এবার বদলে দেবে কৃষকের ভাগ্য। পণ্যে পাটজাত মোড়ক শতভাগ ব্যবহার হচ্ছে কিনা তা সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে। তা না হলে পাট পণ্য ব্যবহার শুধু আইনেই থাকবে, বাস্তবে কৃষকের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন