আকাশচুম্বী স্থাপত্য বাংলাদেশেই
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ নভেম্বর, ২০১৫, ০৩:১৫:৫১ দুপুর
ঢাকা মহানগরী সংলগ্ন পূর্বাচলে আন্তর্জাতিক কনভেশন সেন্টার ও এক্সিবিশন সেন্টার নির্মাণের প্রাথমিক কাজ খুব শিগগির শুরু হবে। কনভেনশন সেন্টারের মূল ভবনটি হবে ১৩০ তলার। আগামী ২০১৬ সালে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। নতুন কনভেনশন সেন্টারে যাতে বৈঠকটি করা যায়, সে বিষয়টি সামনে রেখে দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। ঢাকা থেকে প্রকল্প এলাকায় যেতে ১১টি প্রবেশ পথ রয়েছে। এখানে ছয়তলা বিশিষ্ট ৬ হাজার ২৮৩টি আবাসিক ভবন নির্মাণ করা হবে। এসব ভবনে প্রায় ১৫ লাখ মানুষের আবাসন সমস্যার সমাধান হবে। এ ছাড়া বেশ কয়েকটি বড় ভবন হবে। কনভেনশন সেন্টার ছাড়াও প্রকল্প এলাকায় আন্তর্জাতিক মানের হাসপাতাল, হেলিপ্যাড, স্টেডিয়াম, সুইমিংপুল, গলফ মাঠ, বয়স্কদের আবাসন, শপিংমলসহ নানা ধরনের সুযোগ-সুবিধা থাকবে। কনভেনশন সেন্টারে ৫ হাজার আসনের একটি গ্যালারি ও ৫০০ আসনের দুটি গ্যালারি থাকবে। থাকবে ২০০ আসনের ১০টি সেমিনার কক্ষ। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের প্রায় ১০০টি দফতর থাকবে। ক্যাফেটরিয়া, রেঁস্তোরা ব্যক্তিমালিকানায় গড়ে উঠতে পারে। কাছাকাছি এলাকায় দুটি হোটেল, একটি শপিং প্লাজা ও একটি এক্সিবিশন হল রাখা হবে। থাকবে ৫০০ গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কত ফ্যানটাসি - আর কত স্বপ্ন দেখাবি বাঙ্গালরে?
নিজেদের পিশাচ গিরি ভূলাতে আর কত স্বপ্নের গল্প শুনতে হবে?
মন্তব্য করতে লগইন করুন