অর্থনৈতিক রণনীতিতে সফল বাংলাদেশের পাশে এডিবি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ নভেম্বর, ২০১৫, ০৩:৫৩:৫৯ দুপুর

বিশ্ববাণিজ্য ক্রমাগত সংকোচিত হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকট থেকে শুরু করে ইউরোজোন ও ইউক্রেন টানাপড়েনে রাশিয়ার অর্থনীতিও নিম্নমুখী। চীনও তার গতানুগতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যর্থ। এমন অবস্থায় বিপজ্জনক হারে কমেছে বিশ্ববাণিজ্য। তবে এই নিরাশার মুহুর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর নিয়ে এলেন এডিবি’র (এশীয় উন্নয়ন ব্যাংক) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং। আগামী তিন বছরে বাংলাদেশকে ৫০০ কোটি মার্কিন ডলার দেবে এডিবি। অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে সহযোগিত বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক এবং এরই সাথে জ্বালানি, যোগাযোগ ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহায়ত রাখার ব্যাপারে তাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে। বিশ্ব অর্থনীতির মন্দা চলছে দীর্ঘদিন ধরে। ইউরোপের অনেক দেশ ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেও অর্থনীতিকে চাঙ্গা রাখার কৌশল খুজে পাচ্ছেনা। এমনকি ইউরোপের দেশ গ্রীস তো প্রায় দেউলিয়া হয়ে এখন ইউরোপীয় ইউনিয়েনের সাহায্য নিয়ে ঘুরে দাড়াবার প্রানান্ত চেষ্টায় রত। সেখানে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬-এর উপরে ধরে রেখেছে কয়েক বছর যাবৎ। শেখ হাসিনার এই অর্থনৈতিক রণনীতি দেখে অবাক অনেক দেশের বাঘা বাঘা অর্থনীতিবিদও। সাবাশ দেশরত্ন শেখ হাসিনা।
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন