আমাদের দেশে কবে সেই ছেলে হবে?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ নভেম্বর, ২০১৫, ০৬:৫৭:০০ সন্ধ্যা
দেশের গণমানুষের নিরলস শ্রম আর যোগ্য নেতৃত্বের যুগলবন্দিতে দেশ আজ অব্যাহত গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে। আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়ন আর অর্থনৈতিক সাফল্যে এদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল। তবে আর্থিক খাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম প্রতিবন্ধক দেশের ব্যাংকিং খাতে ঋণখেলাপি নামক এক অপ-তৎপরতার অশুভ থাবা। কিছু স্বার্থান্বেষি গোষ্ঠীর এই অশুভ খেলায় আর্থিক খাতে উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় সরকারের নানা উদ্যোগ সত্বেও দেশে আশানুরুপ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। গত রোববার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা দূরীকরণে গৃহায়ন তহবিল’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান একটি বাস্তবতার কথা আমাদের স্মরণ করিয়েছেন, তিনি বলেছেন, ̔সমাজের দরিদ্র অসহায় মানুষগুলো সহজ শর্তে, স্বল্প সুদে ঋণ গ্রহণের সুযোগ পেলে ঋণ খেলাপি হয় না। তারা ঋণ পরিশোধে সবসময় আন্তরিক থাকে।̛̛ সকলের প্রত্যাশা, দেশের প্রান্তিক জনগণের এই ইতিবাচক মানসিকতায় উজ্জীবিত হবে সকল ঋণখেলাপি – বেড়িয়ে আসবে হীন ব্যক্তি-গোষ্ঠী স্বার্থের এই অপ-সংস্কৃতি থেকে। দেশের আপামর জনতার অন্তহীন প্রতীক্ষা, কবে আসবে সেই শুভদিন – নিরবিচ্ছিন্ন হবে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা।
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই নিন আমদের দেশের সেই ছেলে
মন্তব্য করতে লগইন করুন