আমরা কি মুখোশধারী জঙ্গিবাদে আক্রান্ত?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ অক্টোবর, ২০১৫, ০৩:২২:০৩ দুপুর
পুরান ঢাকার হোসনি দালানের ঘটনা পরিকল্পিত হামলা, কোন জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা নেই। এর আগে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায়ও জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ। তাহলে বাংলাদেশের সঙ্গে খেলতে না আসায় অস্ট্রেলিয়ার অজুহাতের ভিত্তি কী? দেশে সম্প্রতি স্পর্শকাতর ঘটনা বেড়েছে। কয়েকজন ব্লগার হত্যাকাণ্ডের পর বড় ঘটনা হলো দুই বিদেশি নাগরিক খুন। শুক্রবার গভীর রাতে ঢাকায় শিয়া সম্প্রদায়ের ওপর হামলায় সাজ্জাদ নামে এক কিশোর মারা যায়। আহত অন্তত ১০০। এই ঘটনাগুলোর তদন্ত চলছে! আন্দোলনে ব্যর্থ হয়ে ওই গোষ্ঠী একের পর এক নাশকতা ঘটিয়ে যাচ্ছে। তদন্তে সাম্প্রতিক হামলাগুলোয় জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে না বলেই সরকারি দলের নেতাদের সুরটা বিএনপি-জামায়াতের দিকে যাচ্ছে। তবে তাদের দাবির ভিত্তি যদি সঠিক থাকে, তাহলে এর চাইতে মারাত্মক আর কিছু থাকতে পারে না। তদন্তে এই অভিযোগ সত্য প্রমাণ হলে হামলাকারী বা গোষ্ঠীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। হামলায় শক্তিশালী গ্রেনেডের ব্যবহার হয়েছে। আর এটি জঙ্গি হামলা নয়, পরিকল্পিত নাশকতা বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। আমাদের দেশে এ ধরনের খবরগুলো তীব্র হুমকিস্বরূপ। স্পর্শকাতর ঘটনাগুলোর তদন্তে জঙ্গিবাদের প্রমাণ মেলেনি। অন্যদিকে সরকারি দলের নেতা ও মন্ত্রীরা প্রায় সবগুলো ঘটনার সঙ্গেই বিএনপি-জামায়াতের দিকে তীর ছোড়েন। তাহলে আমরা কী মুখোশধারী জঙ্গিবাদে আক্রান্ত?
বিষয়: বিবিধ
৯২০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন