এদেশ আমাদের সকলের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ অক্টোবর, ২০১৫, ০৩:২৮:০৪ দুপুর
এদেশের নগর কেন্দ্রিক তথাকথিত সুশীল সমাজের প্রতিভূরা আত্মপ্রেমে বুঁদ হয়ে ভেবে বেড়ায় দেশের সামগ্রিক কল্যাণ চিন্তায় তারাই একমাত্র নিজেদের উজার করে দিয়েছে। বাস্তবে তাদের প্রায় সকল চিন্তাই আবর্তিত হয় কি পেয়েছি আর কি দিয়েছি এই হিসাবের চক্রে। কিন্তু আজকের স্বার্থপর সময়ে নব চেতনা আর স্বদেশ প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের ঝিকরগাছা উপজেলায় বড় পোদাউলিয়া গ্রামের মানুষেরা। প্রান্তিক কৃষিজীবী মানুষের প্রতিনিধিত্ব করা সত্বেও নিজেদের আর্থিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে সরকারি অনুদানের আশায় না থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা নিজেরাই করে চলেছে গ্রামের চার কিলোমিটার রাস্তায় ইট বসানোর কাজ। সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে সরকারি কোনো সহযোগিতা ছাড়াই এই গ্রামের অধিবাসীরা নিজেদের গ্রামে দীর্ঘদিন ধরে একটি হেফজখানা ও এতিমখানাও পরিচালনা করে আসছে। আসুন এই সহজ, সরল গ্রামবাসীদের দেখানো পথে আমরাও বদলে যাই – নিজেদের ক্ষুদ্র ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ ভুলে গিয়ে আমরাও নিঃস্বার্থ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভূমিকা রাখতে সচেষ্ট হই দেশের আপামর গণমানুষের কল্যাণে। এখন সময় এসেছে বদলে যাওয়ার, পরিবর্তনের হাওয়ায় ভিন্ন ভিন্ন দল-ধর্ম-বর্ণ-মতাদর্শ নির্বিশেষে সকলের সম্মিলত প্রচেষ্টায় এগিয়ে যাক দেশ। সকলের চেতনা উদ্ভাসিত হোক সেই স্বাশত সত্যে – এদেশ আমাদের সকলের।
বিষয়: বিবিধ
৮৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন