নব আনন্দে জাগো
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ অক্টোবর, ২০১৫, ০৩:৩২:৪২ দুপুর
মানব সভ্যতার অগ্রযাত্রা বহমান নদীর চলমান স্রোতের মতো সতত পরিক্রমনশীল – অর্জনের নব লক্ষ্যে দুর্বার গতিতে সম্মুখে ধাবমান। অর্জিত জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে ক্রমিবকাশমান প্রজ্ঞার প্রতিভূ তাদের চেতনায় তাই প্রতিনিয়ত নব নব উপলব্ধি। এরই ধারাবাহিকতায় আমাদের চেতনাতেও তাই আজ নতুন বিশ্বাসের অনুরণন। এক সময় এদেশে এনজিও ক্যারিয়ারকে নীচু শ্রেণীর পেশা হিসেবে ভাবা হতো। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তনের হাওয়া লেগেছে, সচেতন মানুষ বুঝতে পেরেছে এনজিওর চাকরিও যথেষ্ট সম্মানজনক। তবে এনজিওর চাকরি অবশ্যই অনেক চ্যালেঞ্জিং। এখানে প্রতিনিয়ত নতুন নতুন কর্ম পরিবেশে নিত্য-নতুন মানুষের সঙ্গে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে পরিচিত হওয়ার মাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জন করতে হয়। দেশে এনজিও সেক্টর এখন কর্ম সংস্থান সৃষ্টির সুবিশাল ক্ষেত্র। মাঠকর্মী থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার - সবই দরকার হয় এনজিওতে। তার মানে, আপনি যে সেক্টরেই পড়াশোনা করে থাকুন না কেন এনজিওতে সহজেই কাজ পেতে পারেন। বর্তমানে এনজিওতে কাজের ক্ষেত্র যেমন প্রসারিত, কর্মক্ষেত্রও তেমন বিচিত্র। আন্তর্জাতিক, দেশি ও স্থানীয় এনজিওগুলোতে রয়েছে বিভিন্ন বিভাগ, যেমনঃ গবেষণা, উন্নয়ন, প্রোগ্রাম, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, মানবসম্পদ উন্নয়ন, হিসাবরক্ষণ প্রভৃতি। দেশের সক্ষম জনগোষ্ঠীকে কর্ম সংস্থানের এই সুবিশাল ক্ষেত্রকে যথাযথ গুরুত্ব প্রদান করতে হবে, যাতে ক্রমবিকাশমান এই সেক্টরে নিজেদের নিয়োজিত করা সম্ভব হয়।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন