দেশের দ্বিতীয় বৃহত্তম ‘গার্মেন্টস পল্লী’ চট্টগ্রামে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ অক্টোবর, ২০১৫, ০৩:২৯:৩০ দুপুর

এক সময় তৈরি পোশাক রফতানির ৪০ শতাংশই চট্টগ্রাম থেকে হত। বর্তমানে তা ৯ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে চট্টগ্রামে গার্মেন্টস পল্লী স্থাপনের কোন বিকল্প নেই। এরই অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে গার্মেন্টস শিল্পের জন্য গার্মেন্টস পল্লী স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ধরনের পল্লী প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি চট্টগ্রাম থেকে রফতানির পরিমাণ ৪০ শতাংশে উন্নীত করা যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অব্যবহৃত ১১ দশমিক ৬ একর জমিতে গার্মেন্টস পল্লী স্থাপনে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রধানমন্ত্রীর যে ‘ভিশন-২০২১’ তা বাস্তবায়নে তৈরি পোশাক রফতানি খাতে আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্জনে চট্টগ্রামের অংশগ্রহণ বৃদ্ধি অত্যন্ত জরুরী। সে লক্ষ্যেই সরকারের সহযোগিতায় চলমান প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিজিএমইএ।

বিষয়: বিবিধ

৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File