কৃষিখাতকে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ নির্ভর করার উদ্যোগ সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ অক্টোবর, ২০১৫, ০২:৫৭:৪০ দুপুর
আমাদের মোট জনসংখ্যার এখনও শতকরা প্রায় ৭০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এবং মোট জিডিপি’র ২২ শতাংশ আসে কৃষি হতে। উপরন্তু, আমাদের শ্রমশক্তির ৬০ ভাগ এখনও কৃষিতেই নিয়োজিত। লোকসংখ্যা প্রায় ১৬ কোটি। প্রতিদিন জন্ম নিতেছে ৭০০০ নতুন মুখ, বৃদ্ধি পাচ্ছে প্রায় ২৫ লক্ষ লোক। অপরদিকে রাস্তা-ঘাট, মিল-কারখানা, অপরিকল্পিত বাড়িঘর ইত্যাদি অবকাঠামো তৈরিতে আবাদযোগ্য জমি হতে প্রতিদিন ২২০ হেক্টর হিসাবে প্রতি বৎসর হারিয়ে যাচ্ছে প্রায় ৮০,৩০০ হেক্টর জমি। এই পরিস্থিতিতে, পর্যায়ক্রমে কৃষিখাতকে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগনির্ভর করার উদ্যোগ নিয়েছে কৃষি অধিদপ্তর। তাতে একদিকে কৃষি উৎপাদন ব্যয় কমবে; অন্যদিকে বাড়বে কৃষি উৎপাদন। এই লক্ষ্যে ‘আধুনিক কৃষি প্রযুক্তি ও কৌশল ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি—দ্বিতীয় পর্যায়’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় ৫১ জেলার ২১৭টি উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি ষন্ত্রাংশ সরবরাহ করা হবে। সরকার কৃষকদের সহজে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য শতকরা ২৫ ভাগ ভর্তুকি দিতেছে। প্রথমতঃ জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাদযোগ্য ভূমি হ্রাস পাচ্ছে; দ্বিতীয়ত, গ্রামাঞ্চলে শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকার যুবকেরা শ্রমসাধ্য কৃষিকাজ ছেড়ে পরিবহন, শিল্প-কারখানাসহ অন্যান্য পেশায় ঝুঁকছে। ফলে আবাদযোগ্য ভূমি এবং কৃষি শ্রমিক উভয়বিধ সংকট দিন দিন প্রকট হচ্ছে। সার্বিক এই প্রেক্ষাপটে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হলে যান্ত্রিক কৃষিতে রূপান্তরের কোনো বিকল্প নেই।
বিষয়: বিবিধ
৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন