পথ হারিয়ে দিশাহারা না-কি ব্যর্থ পথচলা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ অক্টোবর, ২০১৫, ০২:৩৬:০৫ দুপুর
জামাত ক্রমেই একা হয়ে পড়ছে। আসলে জামাতের প্রতি সহানুভূতিশীল লোকের সংখ্যা একান্তই অপ্রতুল। এর একমাত্র কারন এদলের সদস্যরা সহনশীল নন। জামাত একটা ক্যাডারভিত্তিক দল এবং এদলে বিরুদ্ধবাদীদের প্রতি এরা নির্মম। ইসলামী দলগুলির রাজনীতি কেমন হওয়া উচিৎ, সে বিষয়ে আমার ক্ষুদ্রজ্ঞানে আমি মনে করি, পবিত্র কোরআন ও সুন্নাহ্’র ভিত্তিতে যাতে দেশ চলে, সেটাই হওয়া উচিৎ তাদের লক্ষ্য ও কাযর্ক্রম। কিন্তু এটা করতে হলে তো তাঁদেরকে হতে হবে সহনশীল। দেশে দুর্নীতির সাথে এদের কোন সম্পর্ক নাই, এরা দুর্নীতি করেননা। শুধু যদি তারা সহনশীলতা অজর্ন করতেন, তবে রাজনীতিতে অনেক কিছু অজর্ন করা তাদের পক্ষে সম্ভব হত্। বিদেশী বন্ধুদের সহায়তা এবং বিভিন্ন ব্যবসার মাধ্যমে এদের অনেক সম্পদ রয়েছে। কিন্তু সম্পদগুলি যদি দরিদ্র মাদ্রাসা-ছাত্রদের আধুনিক শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞানের শিক্ষার পেছনে ব্যয় হতো এবং তাদের মধ্যে সহনশীলতার চর্চা হতো, তবে অনেক বড় আর বিশাল সহনশীল এক শক্তি তারা অজর্ন করতে পারতেন। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা তখন ডাক্তার হতো, হতো ইঞ্জিনিয়ার-গবেষক-শিক্ষক। দেশের মানুষ এই শক্তিকে তখন শ্রদ্ধা-ভালবাসা আর ভক্তিতে ক্ষমতায় বসাতেন। কিন্তু কোথায় সংগঠনটির সেরকম পরিকল্পনা! বিশেষত: ২০১৩-র পর যে কাযর্ক্রম তারা চালিয়েছে, তাতে মানুষের অবজ্ঞা-ই শুধু পেয়েছে তারা, আর কিছু নয়। এখন তো আবার বিএনপিও তাদেরকে পরিত্যাগ করার কথা চিন্তাভাবনা করছে। আসলে বিএনপি তাদের পরিত্যাগ করুক বা না করুক, এরকম জামাতের দেশের কোন প্রয়োজনীয়তা কোনকালেই ছিলনা, আজো নেই, থাকবেওনা কোনদিন।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিশাচ যে হাতে জামাত নেতাদের খুন করে রক্ত মাখা খড়গ নিয়ে শয়তানের হাসি হাসে আর অভিযোগ করে জামাত সহনশীল নয়।
শিয়াল মুরগির মাংস খায় আর অভিযোগ করে মুরগি টা বেয়াদব।
জামাতের জনপ্রিয়তা আছে কি না তুই নির্ধারন করবি না জনগণ করবে?
ভোট ডাকাতের মুখে এসব মানায়না। লজ্জাহীন জানোয়ার!
মন্তব্য করতে লগইন করুন