কৃষিযন্ত্রের মান নিয়ন্ত্রণে টেস্টিং ল্যাব চালুর উদ্যোগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ অক্টোবর, ২০১৫, ০৩:২১:০০ দুপুর
দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কৃষি যন্ত্রপাতির গুণগতমান নিয়ন্ত্রণে কৃষি যন্ত্রপাতি টেস্টিং ল্যাব। যন্ত্রের স্থায়িত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের নুরবাগ হর্টিকালচার সেন্টারের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের নিজস্ব জমিতে ল্যাবটি নির্মিত হবে। ফলে প্রান্তিক পর্যায়ের কৃষকের দোরগোড়ায় নিম্নমানের কৃষি যন্ত্রপাতি পৌঁছানোর আশঙ্কা হ্রাস পাবে। একই সঙ্গে গুণগত যন্ত্রের ব্যবহারের ফলে জ্বালানি ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিকভাবে উপকৃত হবেন নিম্ন আয়ের কৃষক। অন্যদিকে কৃষি যন্ত্রের মান নিয়ন্ত্রণে দ্য এশিয়ান এ্যান্ড প্যাসিফিক নেটওয়ার্ক ফর টেস্টিং অব এগ্রিকালচারাল মেশিনারি (এনটাম) কতৃক প্রবর্তিত সাধারণ পদ্ধতি ব্যবহৃত হবে, যা এশিয়ার বেশ কয়েকটি দেশে অনুসৃত হচ্ছে। দেশে তৈরিকৃত যন্ত্রপাতি ও আমদানিকৃত যন্ত্রপাতি মানসম্পন্ন কিনা তা পরীক্ষার কোন ব্যবস্থা নেই। ফলে ভালমানের যন্ত্রের পাশাপাশি নিম্ন মানের যন্ত্রও কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে। যন্ত্র টেকসই না হওয়ায় যন্ত্রের আয়ুষ্কাল নিয়ে কৃষকরা পড়ছেন নানা ভোগান্তিতে। এমনকি যান্ত্রিকীরকণের প্রতিও মানুষের নেতিবাচক ধারণাও তৈরি হচ্ছে। ফলে কৃষি যন্ত্রের মান নিয়ন্ত্রণ সরকারের দায় হয়ে দাঁড়ায়। ল্যাব নির্মিত হলে কৃষকরাই বেশি উপকৃত হবেন। আর্থিকভাবেও তাদের ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা হ্রাস পাবে।
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন