বিজ্ঞানমনস্ক আধুনিক নাগরিক প্রতিষ্ঠায় দেশের দ্বিতীয় নভোথিয়েটার এখন রাজশাহীতে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ অক্টোবর, ২০১৫, ০৩:২৪:২৯ দুপুর
বিশ্বমানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশের দ্বিতীয় নভোথিয়েটার হচ্ছে রাজশাহীতে। এটির নামকরণও হচ্ছে প্রথমটির মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। নভোথিয়েটারে আধুনিক প্রযুক্তির ডিজিটাল প্রজেক্টর সিস্টেমসহ প্ল্যানেটরিয়াম, সায়েন্টিফিক ও ডিজিটাল এক্সিবিটস, ৫ডি সিমিউলেশন থিয়েটার, টেলিস্কোপ, কম্পিউটারাইজড অটোমেটিক টিকেটিং অ্যান্ড ডেকোরেটিং সিস্টেম প্রভৃতি সুবিধা থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিশেষত স্পেস সম্পর্কিত জ্ঞান সর্বসাধারণ ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করা, বিনোদনের মাধ্যমে শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বিজ্ঞান-সংশ্লিষ্ট কুসংস্কার দূর করার জন্য প্রকল্পটি গ্রহণ করেছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী চান বিজ্ঞানমনস্ক আধুনিক নাগরিক তৈরির জন্য বিজ্ঞানের সুযোগ-সুবিধা রাজধানীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে। তারই ধারাবাহিকতায় প্রতিটি বিভাগে স্থাপন করা হবে নভোথিয়েটার। সরকারের এমন উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিশেষত স্পেস সম্পর্কিত জ্ঞান সর্বসাধারণ ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হবে এবং দূর হবে বিজ্ঞান-সংশ্লিষ্ট কুসংস্কার।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন