সাফল্যের অন্যমাত্রা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ অক্টোবর, ২০১৫, ০৩:২৭:২৭ দুপুর



চৌদ্দ বছর বয়সে মার্কিন মল্লুকে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি কিশোর শুভ চৌধুরী। সেদেশের নাগরিকত্ব পেয়ে এখন তিনি মার্কিন নৌবাহিনীর সদস্য। কাজ করছেন ১৬ বছর ধরে, বর্তমানে তিনি এ বাহিনীর ওয়েস্টার্ন প্যাসিফিক টাস্কফোর্স-৭৩ এর নন কমিশনড লজিস্টিক অফিসার। গত বুধবার থেকে চট্টগ্রাম নৌ-অঞ্চলে শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম যৌথ মহড়া ‘কারাট’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টাস্কফোর্স-৭৩ এর একটি দলের সঙ্গে ২৮ সেপ্টেম্বর ঢাকা হয়ে চট্টগ্রামে তিনি। ঢাকার ওয়ারির স্থায়ী বাসিন্দা শ্রীপ্রকাশ চৌধুরী ও মায়া চৌধুরীর বড়ছেলে শুভ। ১৯৯৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে দশম শ্রেণিতে পড়া অবস্থাতেই ‘ডাইভারসিটি ভিসা’র আওতায় আমেরিকায় যান তিনি। এরপর ১৯৯৯ সালে মার্কিন নেভিতে যোগদান করেন।

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344356
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৯
সাদাচোখে লিখেছেন : আশা করি ভদ্রলোকের সেন্স আসবে এবং জানবেন যে ইসলাম অনুযায়ী, ভদ্রলোক কাল কেয়ামতের দিন অবিশ্বাসীর পক্ষে, অন্যায়ভাবে অসংখ্য মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হত্যায় এইড হিসবে কাজ করার জন্য দায়ি হবেন।
344532
০৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৫
হতভাগা লিখেছেন : এই লোক বাংলাদেশের গর্ব হয় কিভাবে ? বাংলাদেশের নাগরিকত্বকে ঠেলে সে আমেরিকার নাগরিকত্বকে প্রাধান্য দিয়েছে । বাংলা মাকে ঠেলে সে বিদেশিকে আপন করে নিয়েছে ।

আর হিন্দুরা তো বাংলাদেশকে কখনই আপন মনে করে না , তারা খায় এদেশের , ডিম দেয় ভারতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File