সাফল্যের অন্যমাত্রা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ অক্টোবর, ২০১৫, ০৩:২৭:২৭ দুপুর
চৌদ্দ বছর বয়সে মার্কিন মল্লুকে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি কিশোর শুভ চৌধুরী। সেদেশের নাগরিকত্ব পেয়ে এখন তিনি মার্কিন নৌবাহিনীর সদস্য। কাজ করছেন ১৬ বছর ধরে, বর্তমানে তিনি এ বাহিনীর ওয়েস্টার্ন প্যাসিফিক টাস্কফোর্স-৭৩ এর নন কমিশনড লজিস্টিক অফিসার। গত বুধবার থেকে চট্টগ্রাম নৌ-অঞ্চলে শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম যৌথ মহড়া ‘কারাট’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টাস্কফোর্স-৭৩ এর একটি দলের সঙ্গে ২৮ সেপ্টেম্বর ঢাকা হয়ে চট্টগ্রামে তিনি। ঢাকার ওয়ারির স্থায়ী বাসিন্দা শ্রীপ্রকাশ চৌধুরী ও মায়া চৌধুরীর বড়ছেলে শুভ। ১৯৯৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে দশম শ্রেণিতে পড়া অবস্থাতেই ‘ডাইভারসিটি ভিসা’র আওতায় আমেরিকায় যান তিনি। এরপর ১৯৯৯ সালে মার্কিন নেভিতে যোগদান করেন।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর হিন্দুরা তো বাংলাদেশকে কখনই আপন মনে করে না , তারা খায় এদেশের , ডিম দেয় ভারতে।
মন্তব্য করতে লগইন করুন