বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে ৪৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম কোম্পানি স্কাইপাওয়ার গ্লোবাল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৮:৩৯ দুপুর

একটি জ্ঞানভিত্তিক সমাজের জন্য বিদ্যুৎ অপরিহার্য। সৌর বিদ্যুতের জন্য বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। কারণ এখানে বছরে তিনশো দিনেরও বেশি রোদ থাকে।বর্তমানে দেশের গ্রামাঞ্চলগুলোতেই সৌর বিদ্যুতের মতো বিকল্প ব্যবস্থা বেশি জনপ্রিয়। বাংলাদেশে সরকারি হিসেবে প্রায় ৪০ লাখ বাড়িতে সোলার হোম সিস্টেম রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ সংক্রান্ত গবেষণা দীর্ঘদিন ধরে চলছে। সৌর বিদ্যুৎ উৎপাদন ৫ বছরে বেড়েছে ৬ গুণ, আর বিনিয়োগ বেড়েছে ১৭২ গুণ। উন্নত দেশগুলো প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকলেও, সৌর বিদ্যুতের জনপ্রিয়তা বেশি বেড়েছে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে। বিশেষভাবে চীন, ভারত ও বাংলাদেশে। আগামী চার বছরের মধ্যে বাংলাদেশে ২০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্লান্ট গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ সৌর ও বিকল্প ব্যবস্থা থেকে উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। আর সরকারের এমন পদক্ষেপে সাড়া দিয়ে বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে ৪৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম কোম্পানি স্কাইপাওয়ার গ্লোবাল। এর প্রধান কার্যালয় স্থাপন করা হবে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। সরকারের এমন পদক্ষেপের ফলে নতুন ১৫ লাখ বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগের পাশাপাশি সুযোগ সৃষ্টি হবে ৪২ হাজার লোকের কর্মসংস্থান।

বিষয়: বিবিধ

৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File