সর্বোচ্চ নিরাপত্তায় বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফর
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১৮:৫৩ দুপুর
নিশ্চিত হল বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফরের অনুমোদন আগেই দিয়েছিল বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাচ্ছে দলটি। তারই ধারাবাহিকতায় এবার (বিসিবি)বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ নারী দলের সফরের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিল। আগামী ২৮ সেপ্টেম্বর পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি নারী দল। পাকিস্তান সফরে গেলে ম্যাচ খেলা যাবে-এমন ভাবনা থেকেই সালমা খাতুন, জাহানারা আলমরা পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন। এ সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এ জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে দলটির। শুভ কামনা রইল নারী ক্রিকেট দলের প্রতি।
বিষয়: বিবিধ
৭৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন