ঈদুল আজহায় ঘরমুখো মানুষের তীব্র যানজট থেকে মুক্তি দিতে বিকল্প সড়কের পরিকল্পনা সরকারের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪৭:১৯ দুপুর
প্রতিবছরই কোরবানির ঈদের আগের কয়েকটা দিন পশুর হাটের জন্য রাজধানীর ভেতরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ক্রমে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহাসড়কেও। এ কারণে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের কাছে যানজট আতঙ্কের নামান্তর হয়ে উঠেছে।ঈদুল আজহা সামনে রেখে বরাবরের মতোই এবারও ঢাকা ছাড়বে লাখো মানুষ। তবে এই ঈদযাত্রায় অতীতের তিক্ত স্মৃতি সবারই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারও তীব্র যানজটে নাকাল হওয়ার শঙ্কা তাদের মাঝে। এ ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র। ঈদযাত্রায় তীব্র যানজট এড়াতে এবার রাজধানীর পাশের ৯টি বিকল্প সড়ক ব্যবহার করা যাবে। এসব সড়ক থেকে মহাসড়ক ধরে যাওয়া যাবে নিজ নিজ জেলায়। এখন রাজধানীর বিভিন্ন দিকের এসব সড়ক চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। আর তাতে রাজধানীর ভেতরের তীব্র যানজট থেকে কিছুটা হলেও রেহাই দেবে এসব সড়ক। যানজটের এই ভোগান্তি থেকে জনগণকে রেহাই দিতেই প্রস্তুত করা হচ্ছে এসব বিকল্প সড়ক। ঢাকার এই যানজট কমাতে ১৪টি বিকল্প সড়কের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চালু হয়েছে ৯টি। এবারের ঈদযাত্রায় এসব সড়ক ব্যবহার করা যাবে।জনগণকে যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সরকারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
বিষয়: বিবিধ
৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন