দল কার দায়িত্বে, কেউ জানেনা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২১:৩৫ রাত
যাই হোক অবশেষে খালেদা জিয়া লন্ডন গেলেন। তাও আবার দীর্ঘ দিনের সফরে। এদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। সরকার বিরোধী আন্দোলন কোনোভাবেই হালে পানি পাচ্ছে না। বারবার আন্দোলনের ব্যর্থতা সাংগঠনিক দুর্বলতাকেও সামনে এনেছে। এ কারণে দল পুনর্গঠনে জোর তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়ার এই লন্ডন সফর। সেখানে দলের পরবর্তী কাণ্ডারি তারেক রহমানের সঙ্গে জরুরি পরামর্শ করবেন তিনি। সেখানে মির্জা ফখরুলের সঙ্গেও তাদের বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। তবে যেহেতু দলের প্রধান এবং সাধারণ সম্পাদক দীর্ঘ দিন থেকে দেশের বাইরে সেহেতু নিয়ম রক্ষার খাতিরে হলেও সেই দায়িত্ব কাউকে দিয়ে যাওয়ার কথা। কিন্তু দীর্ঘ দিনের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র যাওয়ার আগে কাউকে ভারপ্রাপ্ত করে যাননি। খালেদা জিয়াও কাউকে দলের দায়িত্ব দেননি। অর্থাৎ এই দীর্ঘ সময় দেশে কার নির্দেশনায় দল চলবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন ঠিকই। কিন্তু তিনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলোও চলে আসবে। খালেদা জিয়া তারেক রহমানের সঙ্গে দলের পুনর্গঠন কার্যক্রম নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্ব ঠিক করতে চূড়ান্ত আলোচনা হবে। বিএনপি চেয়ারপারসন লন্ডন সফরে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশের বাইরে। তাদের অনুপস্থিতিতে কাউকে সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে কি না- কেউ জনেনা। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। তাদের ভাইস চেয়ারম্যানের অভাব নেই। স্ট্যান্ডিং কমিটির সদস্যদের অভাব নেই। দেখা গেছে অন্যান্য রাজনৈতিক দলের প্রধান যদি দেশের বাইরে যান তাহলে ভারপ্রাপ্ত হিসেবে কেউ দায়িত্ব পালন করেন। বিএনপির ক্ষেত্রে কি কাউকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে তা কেউ জানেনা।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যক্তি ও পরিবার স্বার্থময়তা ছেয়ে ফেলেছে বিএনপি কে! এ থেকে মুক্ত হতে না পারলে কোন কিছুতেই সফল হতে পারবে না!
মন্তব্য করতে লগইন করুন