মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬ শর্ত পূরণ। জিএসপি ফিরে পেতে আর কোন বাধা থাকছে না

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৪:৪৭ দুপুর

জিএসপি ফিরে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬ শর্ত পূরণ করা হয়েছে। এখন জিএসপি ফিরে পেতে আর কোন বাধা নেই। আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর একটি প্রতিনিধি দল তৈরি পোশাক কারখানা পরিদর্শনে বাংলাদেশ সফরে আসবে। এদেশের তৈরি পোশাক কারখানার অভূতপূর্ব উন্নতিতে তারা সন্তুষ্ট হবেন বলে আশা পোষণ করা হচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দেশকেই তৈরি পোশাকের উপর জিএসপি সুবিধা দেয় না। বাংলাদেশও জিএসপি স্থগিতের আগে তৈরি পোশাক শিল্পে সুবিধা পেতো না।একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। জিএসপি স্থগিত হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশের জিএসপি স্থগিতের ফলে বাংলাদেশের আর্থিক তেমন কোন ক্ষতি না হলেও ইমেজ সংকটে রয়েছে। বাংলাদেশ আশা করছে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর বিল্ডিং সেফটি, ইলেট্রিক সেফটি, ফায়ার সেফটি এবং ওয়াকার্স সেফটির বর্তমান অবস্থা দেখলে জিএসপি স্থগিত রাখার কোন কারণ থাকবে না। কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ প্রায় ১০ জন ভিন্ন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলো পরিদর্শন করেছেন। তারা এ শিল্পের উন্নয়ন, সেফটি, শ্রমিকদের অধিকার এবং কর্মবান্ধব পরিবেশ দেখে ভূয়সী প্রশংসা করেছেন। এক সময় বাংলাদেশে অপরিকল্পিত ভাবে তৈরি পোশাক শিল্প গড়ে উঠলেও আজ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বমানের। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর গত আড়াই বছরে বাংলাদেশে আর কোন দুর্ঘটনা ঘটেনি। উন্নতবিশ্বে তৈরি পোশাক কারখার নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং কর্মবান্ধব পরিবেশের কোন অংশেই পিছিয়ে নেই বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জোট অ্যালায়েন্স এবং ইউরোপিয়ান ইউনিয়নের ক্রেতাদের অ্যাকোর্ড বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো ধরাবাহিক ভাবে পরিদর্শন অব্যাহত রেখেছে। ইপিজেডে শ্রমিকদের শ্রম অধিকার নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের কল্যাণে সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যকর রয়েছে। বর্তমান সরকার শ্রমিকদের বেতন ২১৯ শতাংশ বৃদ্ধি করেছে। বেতন, নিরাপত্তা, কাজের পরিবেশ নিয়ে শ্রমিকরা সন্তুষ্ট। বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ, নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অনেক অগ্রগতি সাধন করেছে। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে, জিএসপি সুবিধা আবার আমরা ফিরে পাব, এ প্রত্যাশা সবার।

বিষয়: বিবিধ

৮২৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339857
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৯
এ,এস,ওসমান লিখেছেন : good news

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File