ব্যাংকগুলোর লোকসান কমানো এবং সীমান্ত হাটে অনানুষ্ঠানিক লেনদেন কমানোসহ লেনদেন ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সীমিত আকারে মানি চেঞ্জার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫১:২৬ বিকাল

[img]http://www.bd-monitor.net/blog/bloggeruploadedimage/seatt41/1441191054.png[/img

বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে মুদ্রা বিনিময়ের জন্য ব্যাংকের পাশাপাশি সীমিত আকারে মানি চেঞ্জার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর লোকসান কমানো এবং সীমান্ত হাটে অনানুষ্ঠানিক লেনদেন কমানোসহ লেনদেন ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগণের সুবিধার জন্য পাইলট ভিত্তিতে সীমান্ত হাট (বর্ডার হাট) স্থাপনের সিদ্ধান্ত হয়। দুটো হাট দিয়ে শুরু হলেও এখন ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সুনামগঞ্জের লাউয়াগড় ও ফেনীর ছাগলনাইয়াতে তিনটি হাট চলছে। এছাড়া আরও কয়েকটি হাট চালুর প্রস্তুতি নিচ্ছে উভয় দেশ। ভারত সরকারের মনোনীত ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও ইউকো ব্যাংক। ভারত সরকার এই দুটো ব্যাংকের পাশাপাশি সীমিত আকারে মানি চেঞ্জারদেরও অনুমোদন দিয়েছে। এছাড়া হাটে বিনিময় ব্যবস্থা চালু থাকায় অধিকাংশ লেনদেন ক্রেতা-বিক্রেতা পর্যায়ে নিষ্পত্তি সম্ভবপর হচ্ছে। ফলে হাটের মোট লেনদেনের সামান্য অংশ আনুষ্ঠানিক মুদ্রা বিনিময় ব্যবস্থায় প্রবেশ করে। কিছুদিন আগে বর্ডার হাটে ক্রেতার ক্রয় সীমা ১০০ ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোর লোকসান এবং সীমান্ত হাটে অনানুষ্ঠানিক লেনদেন কমবে বলে আশা করা যাচ্ছে।

বিষয়: বিবিধ

৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File