রোগীদের দুর্ভোগ লাঘবে বঙ্গবন্ধু মেডিক্যালে প্রথমবারের মতো ডে কেয়ার অপারেশন থিয়েটার চালু
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ আগস্ট, ২০১৫, ০৬:০৭:২১ সন্ধ্যা
প্রথমবারের মতো ‘ডে কেয়ার অপারেশন থিয়েটার (ওটি)’ চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। রোগীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২নং ভবনের ৫ম তলায় বুধবার থেকে এই অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ যেমন কমে আসবে, তেমনি আর্থিকভাবেও রোগীরা উপকৃত হবেন। সার্জারি রোগীদের সেবা প্রদানের কাজের গতিও কয়েকগুণ বৃদ্ধি পাবে। এ কার্যক্রমের আওতায় জেনারেল সার্জারি, চক্ষু বিজ্ঞান, নাক-কান-গলা, ইউরোলজি, শিশু সার্জারি এবং ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের রোগীরা আধুনিক ও উন্নত চিকিৎসা তাৎক্ষণিকভাবে পাবেন।
বিষয়: বিবিধ
৮০৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন