এক সময়ের পদলেহনকারী উপদেষ্টা মন্ত্রীদের মুখে গনতন্ত্রের কথা, এ যেন ভূতের মুখে রাম নাম!
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ আগস্ট, ২০১৫, ০৩:২৪:৩৭ দুপুর
যারা দেশে গণতন্ত্র নেই বলছেন, তাদের অনেকেই অতীতে উর্দি পরা সামরিক শাসকের পরামর্শক ছিলেন। অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের এসব সুবিধা ভোগীরা এখন দেশে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন। বিকৃত তথ্যে সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করছেন। অতীতের উপদেষ্টারা যখন এই কথাগুলো বলেন, তখন তাদের অতীত চেহারাগুলো চলে আসে। তারাই এক সময় অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিকটেটরদের উপদেষ্টা ছিলেন, কেউ তাদের সাথে চাকরি করেছেন আবার কেউ তাদের একটু করুণা ভিক্ষার জন্য ধরনা দিয়ে পড়ে থেকেছেন, পদলেহন করেছেন। তখন কিন্তু তাদের এই গণতন্ত্রের চেতনাগুলো ছিলনা। আমরা চাই, সমালোচনা হোক। সেই সমালোচনা গঠনমূলক হতে হবে। আমরা চাই সমালোচনা করে কাউকে যেন বিকৃত না করা হয়, মানুষকে বিভ্রান্ত না করা হয়। যে তথ্যগুলো মানুষের উপকারে আসে সেগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যে তথ্যগুলো মানুষের ক্ষতি করে বিশেষ করে আমাদের শিশু, তরুণদের বিকৃত রুচি কিংবা চারিত্রিক বিকৃতি না ঘটাতে পারে, সে বিষয়ে বিশেষ খেয়াল রাখা জরুরি। বাঙালি হিসাবে আমাদের যে চিন্তা, চেতনা, সংস্কৃতি রয়েছে, শিক্ষা রয়েছে- সেগুলো আরও যাতে বিকশিত হয়, সে বিষয়গুলোর দিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে আমাদের সকলের।
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.amardeshonline.com/pages/details/2015/08/13/296902
মন্তব্য করতে লগইন করুন