পার্বত্য সন্ত্রাসীদের অলীক স্বপ্ন ‘জম্মুল্যান্ড’ নামে স্বাধীন একটি দেশ প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের এই দিবা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়িত হবে না কখনও (পর্ব-১১/১২)
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ আগস্ট, ২০১৫, ০৫:৪৭:২৩ বিকাল
নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে :
পৃথিবীর এমন কোনো শক্তিশালী নিরাপত্তা বাহিনী নেই যারা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিরাপত্তা দিতে পারে। তাই এখানকার জনসাধারণের নিরাপত্তা নিজেদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে। এজন্য নিজ নিজ এলাকায়, প্রতিটি বাজারে এবং পাড়ায় পাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যথার্থ তথ্য দিলে যেসব অস্ত্রধারী সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা এলাকায় শান্তি বিনষ্ট করছেÑতাদের আইনের হাতে সোপর্দ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে নিরাপত্তা বাহিনী সদা প্রস্তুত রয়েছে।
চাঁদা প্রদান বন্ধ :
যে কোনোভাবে সবাইকে নিয়মিত ও অনিয়মিত চাঁদা প্রদান বন্ধ করতে হবে। বিশেষ করে এখানকার উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট ঠিকাদার, মোবাইল কোম্পানি, আন্তঃজেলা বাস মালিক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্ত্রাসীদের চাঁদা প্রদান বন্ধ করতে হবে। তাহলেই তারা অস্ত্র কেনা এবং অন্যান্য দলীয় কার্যক্রম সম্পাদনে অর্থ জোগানের জটিলতায় ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়বে। তাই নিজ নিজ পাড়া ও বাজার এলাকাকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে হবে এবং নিশ্চিত করতে হবে। চাঁদাবাজদের পাকড়াও করে আইনের হাতে সোপর্দ করতে হবে। কারো একার পক্ষে এ কাজ সম্ভব না হলেও সম্মিলিতভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করা সম্ভব।
আর্থ সামাজিক উন্নয়ন :
টেকসই আর্থ সামাজিক উন্নয়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ প্রচেষ্টা বজায় রাখতে আত্মনিয়োগ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। শিক্ষা শুধু ‘পাসের হার’ এবং ‘জিপিএ’র সংখ্যা বাড়লেই চলবে না। সত্যিকার অর্থে আত্মকর্মসংস্থান সম্ভব হবে এমন বিষয়ে শিক্ষাগ্রহণ করতে শিক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহিত করতে হবে। আর এজন্য যা দরকার তা হচ্ছে নিবেদিতপ্রাণ শিক্ষক। কৃষি, বৃক্ষরোপণ, পশুপালন, মাছ চাষ, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ক্ষুদ্র কুটির শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সকলকে স্বাবলম্বী হতে চেষ্টা করতে হবে এবং জীবনযাত্রার মান এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট থাকতে হবে। বর্তমান প্রজন্ম যে অবস্থায় আছে তার চেয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও ভালো থাকতে পারে এ চেষ্টা বজায় রাখতে হবে। মনে রাখতে হবে যে, সৃষ্টিকর্তা তাকেই সহযোগিতা করেন যিনি নিজেকে সাহায্য করতে সচেষ্ট থাকেন।
(...............চলমান)
বিষয়: বিবিধ
৮১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পার্বত্য সন্ত্রাসীদের অলীক স্বপ্ন ‘জম্মুল্যান্ড’ নামে স্বাধীন একটি দেশ প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের এই দিবা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়িত হবে না কখনও
তবে সরকারকে এব্যপারে চুপ করে থাকলে চলবে না, সেখানে অবিরত খৃষ্টান মিশনারীগুলো কাজ করে যাচ্ছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন হতেও সময় লাগবে না, যেমনটি ইন্দোনেশিয়ার পূর্ব তিমুতে পৃথিবী অবলোকন করেছে। প্রশাসনকে অবশ্যই সচেতন থাকতে হবে।
মন্তব্য করতে লগইন করুন