জন্মদিন পালন না করে রাজনৈতিক পরিমণ্ডলে নতুন নজির গড়তে চান বেগম খালেদা জিয়া

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ আগস্ট, ২০১৫, ০৪:২৮:১২ বিকাল

জন্মদিন পালন না করে রাজনৈতিক পরিমণ্ডলে

নতুন নজির গড়তে চান বেগম খালেদা জিয়া

জন্মদিন পালনের ব্যাপারে দলের চেয়ারপারসন এবার অনেকটাই চুপচাপ। দলীয়ভাবেও নেই কোনো জাঁকজমক আগাম প্রস্তুতি। তা ছাড়া সবকিছু ঠিক থাকলে আজই লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে তিনি তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর জন্মদিনটা ছেলে ও তার পরিবারের সঙ্গে সাদামাটাভাবেই পালন করবেন হয়তোবা। আসতে পারেন আরাফাত কোকোর বউও। গত জানুয়ারি মাসে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে পরিবারের সবার সঙ্গে এই প্রথম দেখা হচ্ছে খালেদা জিয়ার।এ ব্যাপারে একটি কুটনৈতিক চ্যানেলের মাধ্যমে খালেদা জিয়াকে জাতীয় শোক দিবসে জাঁকজমকপূর্ণ জন্মদিনের অনুষ্ঠান না করার আহ্বান জানানো হয়েছে। খালেদা জিয়াও ওই কুটনৈতিক চ্যানেলকে এ বিষয়ে পজেটিভ ইঙ্গিত দিয়েছেন। এমনকি পারিপার্শ্বিক চাপ ও সমালোচনা থেকে মুক্তি পেতে দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে আগাম সতর্ক করেছেন তিনি। বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। তার নেতাকর্মী-সমর্থক-ভক্ত রয়েছে। জন্মদিন পালন এটা তাদের অনুভূতির ব্যাপার। তবে খালেদা জিয়া নিজে থেকে কখনো জন্মদিন পালন করেন না বলেও জানিয়েছেন।বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার এ দিনে ঘটা করে জন্মদিন পালন করায় সমালোচনাও কম শুনতে হয়নি তাকে। কিন্তু কোনো কিছুই জন্মদিন পালন করা থেকে বিরত রাখতে পারেনি। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। নিজের জন্মদিন পালন না করে রাজনৈতিক পরিমণ্ডলে নতুন নজির গড়তে চান তিনি।

বিষয়: বিবিধ

৮২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334935
১০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৭
হতভাগা লিখেছেন : উনি শুনলাম লন্ডনে যাবার চিন্তা ভাবনা করছেন
334945
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
নাবিক লিখেছেন : ভাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File